সোমবার | ০৬ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের রোয়াংছড়ি

কেন্দ্রীয় হরি ও শ্যামা মন্দিরে শ্রী শ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫ তম শুভজন্ম মহোৎসব পালন

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৩২:৪২ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৭:৪৯:১৯  |  ৫৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের রোয়াংছড়ি শ্রী শ্রী কেন্দ্রীয় হরি ও শ্যামা মন্দির প্রাঙ্গনে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫ তম শুভজন্ম মহোৎসব উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী সৎসঙ্গ রোয়াংছড়ি শাখার উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এই শুভজন্ম মহোৎসব উদযাপিত হয়।
 শ্রী শ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫ তম শুভজন্ম মহোৎসব উপলক্ষ্যে ব্রাহ্ম মুহুর্তে মাঙ্গলিক নহবত, প্রত্যুষে উষা কীর্তন, প্রাত:কালীন বিনতি প্রার্থনা ও নামজপ তৎপর অমিয়গ্রন্থাদি পাঠ, শ্রীমদ্ভবগবদগীতা পাঠ ও নাম সংকীর্ত্তন, সমবেত বিনতি প্রার্থনা, ধর্মসভা, ঠাকুরের লীলী কীর্ত্তন, দুপুরে আন্দবাজরে মহাপ্রসাদ বিতরণ,শ্রীমদ্ভবগবদগীতা পাঠ প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় বিনতি প্রার্থনা,নামজপ ও অমিয় গ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সফল সমাপ্তি ঘটে।

বিপুল সংখ্যক ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আয়োজনে এবারের উৎসব উদযাপিত হয়।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions