সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন, তবে রুমা উপজেলায় এখনো ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা বাতিল করা হলো, এছাড়া বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার মধ্যে শুধুমাত্র রুমা উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় পূর্বের মতো পর্যটকরা ভ্রমণ করতে জনস্বার্থে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
এদিকে দীর্ঘদিন পরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পর্যটকদের জন্য উন্মুক্ত করায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। বান্দরবানের জীপ মাইক্রো কার মালিক সমিতির লাইন পরিচালক মো.কামাল হোসেন বলেন, বান্দরবানে প্রতিদিন অসংখ্য পর্যটক এর সমাগম হয় আর সবগুলো উপজেলায় পর্যটকরা ভ্রমন করতে পারলে আমাদের প্রতিটি গাড়ীই চালক ও তাদের পরিবার স্বাচন্দে জীবন ধারণ করতে পারে।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবানের ৭উপজেলার মধ্যে শুধু রুমা উপজেলায় নিরাপত্তার কারণে আমরা পর্যটকদের সাময়িকভাবে ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছি,তবে অন্য ৬ উপজেলাতে (বান্দরবান
সদর,রোয়াংছড়ি,থানচি,আলীকদম,লামা,নাইক্ষ্যংছড়ি)পর্যটকরা অনায়াসে ভ্রমন করতে পারবে। তিনি আরো বলেন , সর্বশেষ ২০২২ সালের ১১ডিসেম্বর পর্যটকদের বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করেছিল প্রশাসন, তবে এখন থেকে পর্যটকরা রোয়াংছড়ি উপজেলায় ভ্রমন করতে পারবে।
প্রসঙ্গত : সম্প্রতি বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২সালের অক্টোবর মাস থেকে সন্ত্রাসীদের নিমুলে অভিযান শুরু করে যৌথবাহিনী, আর পর্যটকদের সাবির্ক নিরাপত্তা বিবেচনায় বান্দরবানের কয়েকটি উপজেলাতে পর্যটকদের ভ্রমনে কয়েকদফা নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।