বর্ণাঢ্য আয়োজনে
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৩ ০২:০৬:৩৫
| আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৫:০৯:৫৩
|
৯৬১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ১৪তম আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) বিকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে এই আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
এসময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ৬৯পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক, (এনডিসি, এএফডবিøউসি, পিএসসি)।
অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল সিরাজুল ইসলাম উকিল, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীরসহ সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষীকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় ম্যারাথন দৌড়,বল নিক্ষেপ,বিস্কুট দৌড়,কারাতে প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।