কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ি এলাকা থেকে মংলুমাং (৫১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ১৪ জানুয়ারী) সন্ধ্যায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের সামাতং ঝিড়ি আগা দুর্গম এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান।
নিহত মংলুমাং মারমা (৫১) বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর উসাচিং মারমার বড় ছেলে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মংলুমাং বান্দরবান সদর এলাকার উজানী পাড়ার বাসীন্দা হলেও স্ত্রীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে লামা উপজেলায় বসবাস করে আসছিলেন ।কিছুদিন আগে বাড়িতে আসলে গত ১১জানুয়ারী বুধবার জায়গা বিক্রির জন্য কয়েকজন ত্রিপুরা লোকের সাথে জায়গা দেখাতে যান পাহাড়ে,এর পর হতে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে কালাঘাটা গোধারপাড় এলাকার কয়েকজন পাহাড়ী নারী বাজারে বিক্রির জন্য জঙ্গলী পাতা সংগ্রহ করতে গেলে মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। ফিরে এসে স্থানীয় জনপ্রতিনিধি অজিত কান্তি দাশকে বিষয়টি জানালে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
বান্দরবান পৌরসভার কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ জানান, নিহতের স্বজনরা পরিহিত শাট দেখে মংলুমাং মারমা এর মরদেহ বলে নিশ্চিত নিশ্চিত করেছেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে,এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।