শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

বান্দরবানে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৩ ০৫:৫০:৩২ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৮:২৫:৩৮  |  ৫৬৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সদর উপজেলায় একটি খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে বালুচাপা পড়ে জামাল হোসেন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর ভাগ্যকুল এলাকায় ধুল্ল্যাহ খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৩২), সে সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকার মনু মিয়া ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় অসাবধানতায় খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে জমাটকৃত বালুর একটি বড় অংশ ভেঙ্গে পড়লে বালু চাপা পড়ে জামাল হোসেন,পরে তার সহকর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা করে বালু সরিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ধুল্যা খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে ভাগ্যকুল এলাকায় বালু চাপায় একজন শ্রমিক মারা গেছে, এই বিষয়ে তদারকি করা হচ্ছে।

এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এসএম শহিদুল ইসলাম জানান, বালির নিচে চাপা পড়ে একজন শ্রমিক মারা গেছে,ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions