রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের

আলীকদমে দুই গরু ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২৩ ০৩:২০:০৩ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০১:৪৪:১৭  |  ৫৭৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদম উপজেলায় দুই গরু ব্যবাসায়ীকে মিয়ানমারের চোরা কারবারীরা অপহরণ করে নিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

৯ জানুয়ারী (সোমবার) রাতে বান্দরবানের আলীকদম উপজেলা দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড এর সীমান্ত এলাকা বড় আঘলা এর ৫৬নং পিলার এলাকা থেকে ২জন গরু ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের কিছু চোরাকারবারী। তবে ১০জানুয়ারী (মঙ্গলবার) রাতে অপহরণ এর ঘটনাটি জানাজানি হয়।

অপহৃত মো: আতিকুর রহমান (৩৫) ও জসিম উদ্দিন (৫৫) দুইজন গরু ব্যবসায়ী এবং তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। তারা আলীকদম সদর ইউনিয়নের বাজার এলাকায় পশ্চিম পুকুর পাড়ার বাসিন্দা ।

বান্দরবানের আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ¤্রাে দুইজনকে অপহরণ করার ঘটনা সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের মাধ্যমে অপহরণের বিষয়টি জানতে পেরেছি। তিনি আরো জানান, মিয়ানমারের গরু চোরাকারবারীরা তাদের কাছে এক কোটি টাকার মত পাওনা টাকা পাবে বলে তাদেরকে ধরে নিয়ে গেছে বলে জেনেছি।

এদিকে আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি শুনেছি, কিন্তু অপহৃত পরিবারের কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত: বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত দিয়ে সম্প্রতি মিয়ানমার থেকে অবৈধপথে বাংলাদেশে গরু চোরাচালান বৃদ্ধি পেয়েছে আর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অভিযান চালিয়ে গত ছয় মাসে ৮০৭টি গরু ও মহিষ আটক করেছেন, যার বাজারমূল্য আট কোটি ৬৩ লাখ ৫০হাজার টাকা আর এ পর্যন্ত এ বিষয়ে আলীকদম থানায় দুটি ও কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে ২৪টি মামলা দায়ের করেছে বিজিবি।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions