সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামায় বিষপানে মো.আবদুল হামিদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৮ জানুয়ারী) সকালে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো.আবদুল হামিদ (২৮) লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড এর ঠান্ডাঝিরি এলাকার আবু ছৈয়দের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের সাথে ঝগড়া করে শনিবার (০৭ জানুয়ারী) আত্মহত্যার উদ্দ্যেশ্যে কীটনাশক পান করে মো.আবদুল হামিদ। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, এদিকে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) সকালে তার মৃত্যু হয়।
লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান,পারিবারিক কলহের জেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে শুনেছি তার মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে , এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।