রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের লামা উপজেলায়

জেলা পরিষদ, চেম্বার অব কমার্স ও রেড ক্রিসেন্টের সরই রেংয়েন পাড়ায় চাল ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ০৮ জানুয়ারী, ২০২৩ ০৭:১৮:৪৬ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০১:৫৬:০৪  |  ৫৭২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, চেম্বার অব কমার্স ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বান্দরবানের  লামা উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রেংয়েন পাড়ায় দরিদ্র পরিবারের মাঝে চাল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সম্প্রতি সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রেংয়েন পাড়ায় কয়েকটি বাড়ীতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরপরই রোববার (০৮ জানুয়ারী) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,চেম্বার অব কমার্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে লামা উপজেলার  সরই ইউনিয়নের দুর্গম রেংয়েন পাড়ায় এই চাল ও শীতবস্ত্র বিতরণ করা হয় ।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সদস্য ফাতেমা পারুল, ফিলিপ ত্রিপুরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা, সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইদ্রিচ,রেংয়েন পাড়ার কার্বারি (পাড়া প্রধান) রেংয়েন ম্রোসহ স্থানীয় ওর্য়াড সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পাড়াবাসী উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ ত্রাণ বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যেকোন দুর্যোগ ও বিপদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে যাচ্ছে,আর সম্প্রতি বান্দরবানে তীব্র শীত অনুভুত হওয়ায় এবং সরই এলাকার কয়েকটি বাড়ী পুড়ে যাওয়ায় আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট,পার্বত্য জেলা পরিষদ ও চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে চাল ও শীতবস্ত্র হিসেবে শীতার্থদের কম্বল বিতরণ করছি। এসময় তিনি আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে যেকোন দুর্যোগ ও মহামারির সংবাদ দ্রæত সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কাছে পৌঁছানোর জন্য স্থানীয়দের কাছে আহবান জানান।

এসময় রেংয়েন পাড়ায় ৩৬পরিবারের সদস্যদের হাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৫০কেজি চালের বস্তা,চেম্বার অব কমার্স বান্দরবান এর পক্ষ থেকে একটি কম্বল এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান  ইউনিট এর পক্ষ থেকে একটি করে কম্বল প্রদান করা হয়।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions