বান্দরবানের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ
প্রকাশঃ ০৮ জানুয়ারী, ২০২৩ ০৭:১৬:০০
| আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৭:২৮:৫৮
|
৬৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে নবনির্মিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (০৮ জানুয়ারি) সকালে বিজিবির সেক্টর সদর দপ্তর বান্দরবান সংলগ্ন ক্রাইক্ষ্যংপাড়ায় নবনির্মিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বই ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব বান্দরবান সেক্টরের অতিরিক্ত পরিচালক (লজিস্টিকস্) মেজর মোহাম্মদ মনজুরুল কবীর, জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা, ৩৪০নং তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা মারমা সহ শিক্ষার্থী ও অভিভাবকেরা।