বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

১০ দফা বাস্তবায়নের দাবীতে বান্দরবানে বিএনপির গণ মিছিল

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭:২৬ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০২:২৯:২২  |  ৬৪৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বিএনপির ঘোষিত ১০ দফা কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মার্কেটে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়, পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা বিএনপি ঘোষিত ১০দফা দাবী দ্রুত বাস্তবায়নসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ধরপাকর বন্ধ করা এবং অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকার গঠনসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

এসময় সমাবেশে বান্দরবান জেলা বিএনপি এর সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, মো: আব্দুল মাবুদ, স্বেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলছুম লিনাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions