সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত, চমেক প্রেরণ

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০২:২৮:২০ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৫:৫৮:৪৩  |  ১৫৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক নারী গুরুতর আহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুর্গম হিমাগ্রী পাড়ায় এই ঘটনা ঘটে। আহত ঐ নারীর নাম উমে প্রু মারমা (৩৪), তার স্বামীর নাম রুমেল তঞ্চঙ্গা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারী) উমে প্রু মারমা বান্দরবান সদর থেকে একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করার জন্য রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুর্গম হিমাগ্রী পাড়ায় গিয়েছিল। আজ ভোরে তিনি খামার বাড়িতে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে উমে প্রু মারমা তা নিশ্চিত করতে পারেনি।

এদিকে গুলিবিদ্ধ হওয়ায় পরপরই তার আত্মচিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঘটনাস্থল থেকে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বান্দরবানের রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ উমে প্রু মারমাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধানে পুলিশ কাজ  করছে।

এদিকে এই ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions