সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে জেলা প্রশাসক এর বিশেষ অনুদানের তহবিল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক প্রদান করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) বিকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক বিশেষ তহবিল থেকে বিতরণকৃত এই অর্থ সঠিকভাবে সকলকে ব্যবহারের জন্য আহবান জানান। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন,বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ও তাদের স্বজনসহ ৫২জনকে সর্বমোট ২লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক হাতে তুলে দেন জেলা প্রশাসক।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক চা থোয়াই হ্লা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.আসিফ রায়হানসহ সরকারী বিভিন্ন প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।