সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫

পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের সিদ্ধান্তে নিন্দা পিসিপি ও এইচডব্লিউএফর

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০২:৪৩:১৫ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৫:৪৮:৩৮  |  ১০৮

প্রেস বিজ্ঞপ্তি। গত ১২ জানুয়ারি ২০২৫ খ্রি: নবম দশম শ্রেণির বাংলা ২য় পত্রের পাঠ্যপুস্তক থেকেআদিবাসীশব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)স্টুডেন্ট ফর সভারেন্টিনামক উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী সংগঠনের সদস্যদের দাবির প্রেক্ষিতে এনসিটিবি ১২ জানুয়ারি রাতে অনলাইন ভার্সনের পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে। এনসিটিবির এহেন সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে।

 

উল্লেখ্য যে, বাংলাদেশে বসবাসরত ৫০ টির অধিক আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয়কে নিশ্চিহ্ন করে দিতে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালাচ্ছে। সর্বস্তরের আদিবাসী জনগোষ্ঠীর তীব্র বিরোধিতা সত্ত্বেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদেরকেউপজাতি, জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী সম্প্রদায়নামে অভিহিত করেছিল এবং বিভিন্ন সময়েআদিবাসীশব্দ ব্যবহার না করতে নির্দেশনা জারি করেছিল। 

 

পাহাড়ি জনগোষ্ঠী আশা করেছিল যে, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন শাসকগোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাম্প্রদায়িক সিদ্ধান্ত বাতিলপূর্বক আদিবাসীদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সঠিক ইতিহাস পরিচিতি তুলে ধরাসহ রাষ্ট্রের সর্বক্ষেত্রে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

 

কিন্তু বৈষম্যহীন, অসাম্প্রদায়িক অর্ন্তভূক্তিমূলক বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রের নতুন শাসকগোষ্ঠী তার কার্যক্রম পরিচালনা করার কথা বললেও পাহাড় সমতলে বসবাসরত আদিবাসীদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপগুলোতে সেটির যথাযথ সঠিক প্রতিফলন দেখা যাচ্ছে না বলে পিসিপি এইচডব্লিউএফ মনে করে।

 

পিসিপি এইচডব্লিউএফ মনে করে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের পথে আদিবাসীদের অস্বীকৃতি জানানো জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থী। সংবিধানের দোহাই দিয়ে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে এনসিটিবি উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর সাথে আপোষ করেছে। দেশের ৫০ টির অধিক আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয়কে অস্বীকার করে বহুজাতিক, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়।

 

তাই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অবিলম্বে নবম দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাতিলকৃত আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস পরিচিতি তুলে ধরাসহ সাংবিধানিকভাবে আদিবাসীদের স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions