সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি রিজিয়ন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী টিম আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ রাঙামাটি জেলা ক্রিকেট টিমের জার্সি উন্মোচন করা হয়েছে। আজ বিকালে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে এই জার্সির উন্মোচন করেন ডিএফএ রাঙামাটির সাবেক সহ-সভাপতি মাহাবুবুল বাসেত অপু।
এ সময় ক্রীড়াবিদ কামাল হোসেন, সাবেক ক্রীড়াবিদ ফারুক আহমেদ সাব্বির, সাবেক ফুটবলার রবিউল হোসেন বাবলু, সাবেক ফুটবলার ও বিএম এলপি গ্যাসের রাঙামাটি ডিলার মোঃ জসিম উদ্দিন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মোঃ সেলিম সহ অন্যান্য ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের খেলোয়ারদের জন্য বিএম এলপি গ্যাসের পক্ষ থেকে জার্সি সহ বিভিন্ন সামগ্রী স্পন্সর করা হয়।