বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

বাঘাইছড়িতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৪:৪৮:৪৫ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৮:৫৯:৫৩  |  ৬৫

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (১৫ জানুয়ারি) রাঙামাটির বাঘাইছড়িতে শুরু হয়েছে ৪৬ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। 

 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা উক্ত মেলা শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।

 

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক সরকার রাজন, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

 

উক্ত মেলায় উপজেলার টি কলেজ ১০ টি স্কুল টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা বিজ্ঞান সম্মতভাবে এগিয়ে নিয়ে যেথে পারবে এই দেশকে। 

 

পরিশেষে বিভিন্ন স্কুল কলেজ অংশ গ্রহন করায় সকলকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions