প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার” মিছিলে হামলার ঘটনায় পিসিপির নিন্দা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা আটক রাঙামাটি বধির ও অন্ধ কল্যাণ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব
সিএইচটি টুডে ডট কম, জুড়াছড়ি (রাঙামাটি)। যতক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষদের শিক্ষায় আলোকিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সামাজিক অস্থিরতা ও দারিদ্র্যতা কমে যাবে না। রাঙামাটি জুরাছড়ি উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কাব্বারী, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকদের সাথে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবি উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে স্কুল গুলো বাচিঁয়ে রাখতে হবে। তাই স্কুল এমপিও ভুক্তির সারা দেশের নিয়ম পার্বত্য অঞ্চলের জন্য শিথিল করার জন্য সুপারিশ করা হবে।
বুধবার জুরাছড়ি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এ সময় বিশেষ অতিথি রাঙামাটি পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন সিফাতসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন গেল বছর জুরাছড়ি থানা আক্রান্ত বিষয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনা। একটি থানা আক্রান্ত করা হয়েছে, লুটপাট করা হয়েছে, থানার ওসিকে মারধর করা হয়েছে -সব কিছুই লুটেপুটে নেওয়া হয়েছে। এর থেকে বড় লজ্জা জনক ঘটনা বাংলাদেশের ইতিহাসের ঘটেনি। এক্ষেত্রে পুলিশের বক্তব্য একটায় আইন তার নিজস্ব গতিতে চলবে। যে অপরাধী সে যতবড়ই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আসবে। আর যে নিরপরাধ তার মামলা হলেও সমস্যা নেই। তিনি তদন্তে আওতা মুক্ত হয়ে যাবেন।
স্থানীয় সাংবাদিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমবায় কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তার দীর্ঘ বছর ধরে পদশূন্য পুরনে জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করলে জেলা প্রশাসক শূন্য পদগুলোতে কর্মকর্তা পদায়নে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাকক্টর মোঃ মরশেদুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।