বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

সংকট নিরসনসহ প্রশাসনের উন্নয়নে কর্মকান্ড অব্যাহত থাকবে : জেলা প্রশাসক

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ০৩:০০:১৬ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৪:২৬:০২  |  ১৫১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেছেন, বান্দরবানের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও উন্নয়নে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নের জন্য শীগ্রই অফিসার্স ক্লাবকে আধুনিকায়ন করা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে জেলা পর্যায়ের বিভিন্ন দফতর প্রধানদের সাথে প্রথম মতবিনিময় সভায় বান্দরবানের নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি এমন মন্তব্য করেন। এসময় নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি আরো বলেন, বান্দরবান জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা আর সম্প্রীতির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করে আগামীতেও বান্দরবানের সুনাম অক্ষুন্ন রাখতে হবে, আর সকল দফতর প্রধানদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে বান্দরবান আরো এগিয়ে যাবে। এসময় নবাগত জেলা প্রশাসক বান্দরবানের উন্নয়নসহ সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন দফতর প্রধানদের আরো দায়িত্বশীলতার মধ্য দিয়ে কাজ করে যাওয়ায় পাশাপাশি জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন দিলীপ কুমার দেব নাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম এম শাহ নেয়াজ, জেলা নিবার্চন কর্মকর্তা মো.শাহাদৎ হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন সভায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : শামীম আরা রিনি গত ১৩ জানুয়ারী (সোমবার) বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন আর যোগদানের পর প্রথম কর্মদিবসেই তিনি জেলা পর্যায়ের বিভিন্ন দফতর প্রধানদের সাথে মতবিনিময় করেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions