সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে, তবে রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে, আর তাই পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
সর্বশেষ ১ডিসেম্বর থেকে ১১ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি,রুমা এবং থানচি উপজেলায় দেশী বিদেশী সকল পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন, তবে ৬ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে আবার গণবিজ্ঞপ্তি জারি করে বান্দরবানের থানচি উপজেলাকে বাদ দিয়ে শুধুমাত্র রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা ১১ডিসেম্বর পর্যন্ত বলবৎ রাখার কথা জানান বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।