মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

মাস্ক পড়া বাধ্যতামুলক করে ৬টি নির্দেশনা জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ

প্রকাশঃ ২৮ জুন, ২০২২ ১২:৪৪:২৫ | আপডেটঃ ১৯ মার্চ, ২০২৪ ০৮:৩৫:০৫  |  ১৮৭১

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক,  করে নো মাস্ক নো সার্ভিসনীতি প্রয়োগ করতে নির্দেশনা দিয়েছে সরকার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ আজ মঙ্গলবার (২৮ জুন) এক আদেশে ছয় দফা নির্দেশনা দেয়


নির্দেশনায় বলা হয়, সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে জনগণের মধ্যে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ জুনের সভায় গৃহীত সুপারিশ প্রতিপালনের জন্য এবং কোভিড প্রতিরোধকল্পে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হলো


নির্দেশনাগুলো হলো-

. স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে

. সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা।নো মাস্ক নো সার্ভিসনীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে

. ধর্মীয় প্রার্থনারত স্থানসমূহে (মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে

. জ্বর, সর্দি, কাশি বা কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে

. দোকান, শপিং মল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে

. স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সব মসজিদে জুমার নামাজে খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন

 

জাতীয় |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions