বৃহস্পতিবার | ০২ মে, ২০২৪

নানিয়ারচরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

প্রকাশঃ ০৮ জুন, ২০২০ ০৩:১০:২৬ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৫:২০:৩২  |  ১৫৩১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মো. রাসেল আহম্মদ (২৬) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (০৮জুন) দিবাগত  রাত ৯টার দিকে উপজেলার দূর্গম সাবেক্ষ্যং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে একদল মুখোশ পরিহিত সন্ত্রাসী সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ি পাড়ার ব্যবসায়ী রাসেলের দোকানে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এসময়  তিনি ঠোঁটে গুলিবিদ্ধ হন। ব্যবসায়ী রাসেলের বড় ভাই ও পাশ্ববর্তী ব্যবসায়ী মো. রিপন এবং তার স্ত্রী  ঘটনাস্থল থেকে উদ্ধার করে  মাহিন্দ্র গাড়িতে করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসা চলছে, গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় আঘাত গুরুতর হয়নি।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী রাসেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশ্ববর্তী জেলা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

তবে কি কারণে তাকে কারা গুলি করেছে সেটি নিশ্চিত করতে বলতে পারেনি রাসেল এর বড় ভাই রিপন।

এলাকাটি আঞ্চলিক দল ইউপিডিএফের নিয়ন্ত্রণে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions