শনিবার | ১৮ মে, ২০২৪

লংগদুতে সর্বজনীন পেনশন স্কীম সভা ও রেজিষ্ট্রেশন উদ্বোধন

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০৪:১৪:৩১ | আপডেটঃ ১৬ মে, ২০২৪ ০৫:৩৮:৩৭  |  ২১৪

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার সকল শ্রেণী পেশার মানুষদের সাথে সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিতকরণ সভা স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন করা হয়েছে

 

সুখে ভরবে আগামীর দিন, পেনশন এখন সর্বজনীন প্রতিপাদ্যে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম

 

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আসমা বেগম, লংগদু থানার তদন্ত ওসি জালাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বেলাল, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন প্রমুখ

 

সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু এবং একক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণে ভবিষ্যত নির্ভরশীলতার হার বৃদ্ধি পাচ্ছে। তাই একটি টেকসই সামাজিক নিরাপত্তা গড়ে তোলার জন্য ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই সুসংগঠিত সামাজিক নিরাপত্তা প্রদানে জাতীয় সংসদ পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩ প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে ১৮ বৎসর বা তদূর্ধ পঞ্চাশ বছর বয়সী সকল বাংলাদেশী, বিশেষ বিবেচনায় ৫০ বছর ঊর্ধ্ব বয়সের নাগরিকগণ স্কীমে অংশগ্রহণ করতে পারবেন

 

এতে অংশগ্রহণের তারিখ হতে নিরবিচ্ছিন্ন ১০ বছর নির্ধারিত টাকা জমা দেয়ার পর মেয়াদ শেষে সে আজীবন পেনশন প্রাপ্য হবেন। তিনি আরও জানান কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য প্রয়োজন সঞ্চয়

 

তাই কর্মজীবনের উপার্জিত টাকার কিছু অংশ পেনশন স্কীমে বিনিয়োগ করে বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরী। তাই তিনি সবার প্রতি এই সার্বজনীন পেনশন স্কীমের আওতায় বীমা করার জন্য আহবান জানান

 

সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions