পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ক্রীড়া ভিত্তিক সংগঠন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিবার এর সাথে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, হকি, ব্যাডমিন্টন, এ্যাথলেটিকস, জিমন্যাষ্টিক, সাঁতার, খোখো, তায়কোয়ান্দো, উশু, কারাতে,সাইক্লিং,কাবাডি, দাবা, নৌকাবাইচসহ বিভিন্ন ইভেন্ট এর খেলোয়াড়, কোচ, ও সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট (শুক্রবার) বিকেলে বান্দরবান প্রেস ক্লাব এর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্তত দুই শতাধিক খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেন।
সভায় উপস্থিত ক্রীড়া সংশ্লিষ্টগণ আগামি দিনে ক্রীড়াঙ্গনে সবধরনের বৈষম্য দুর করাসহ জেলা ক্রীড়া সংস্থা নিয়ন্ত্রিত সব ইভেন্টের প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম চালু করতে যথাযথ পদক্ষেপ নিতে মতামত ব্যক্ত করেন।
এ ছাড়াও ইভেন্ট অনুযায়ী প্রতিবছর ক্রীড়া মেলা আয়োজনের পক্ষে মত প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি (দ্বি-বার্ষিক) আজহারুল ইসলাম বাবুল আর সঞ্চালনা করেন রাজেশ দাশ।