পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে বান্দরবানে মোমবাতি হাতে আলোর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান শহরের সাঙ্গু ব্রিজ এলাকা থেকে শিক্ষার্থীরা মোমবাতি হাতে আলোর মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত হওয়া শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে এবং সকলে দাড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করে ।
এসময় কর্মসূচীতে বান্দরবানের বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।