সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর ২সদস্যকে আটক করা হয়েছে। এসময় ৭টি দেশী বন্ধুক,২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং ব্যবহ্রত একট ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
৮এপ্রিল (সোমবার) ভোরে বান্দরবানের রুমার বেথেল পাড়া থেকে তাদের আটক করা হয় এবং এই সরঞ্জামগুলো উদ্ধারের কথা নিশ্চিত করেন রুমা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন।
তিনি জানান, যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে কেএনএফ এর ৭টি দেশী বন্দুক,২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং ব্যবহৃত একট ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
অভিযানে কেএনএফের ২সক্রিয় সদস্য ও সন্দেহভাজন আরো কয়েকজনকে আটকের বিষয়টি তিনি নিশ্চিত করেন।
এদিকে আইএসপিআরের পক্ষ থেকে এই বিষয়ে একটি প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।