সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচিতে সীমান্ত সড়ক নির্মাণের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর-বাকলাই সীমান্ত সড়কের ১১ কিলো নামক এলাকায় এই ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, বিকেলে একটি ট্রাক মালামাল নিয়ে বাকলাই ১১কিলো নামক এলাকায় পৌঁছালে সন্ত্রাসীদের একটি দল ট্রাকে আগুন লাগিয়ে দেয়,তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সুত্রে আরো জানা যায়,পার্বত্য এলাকার সশস্ত্র সন্ত্রাসী দল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন মিঞা জানান, ট্রাকে আগুন দেওয়ার সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনা কেএনএফ সদস্যরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ করেনি। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি ।