শনিবার | ২৭ জুলাই, ২০২৪

বান্দরবানে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৭:৫৪ | আপডেটঃ ২৬ জুলাই, ২০২৪ ০২:৪২:৩৫  |  ৩২৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে জমকালো আয়োজনে ইয়ং স্টার ফুটবল একাডেমী দলের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

১৪ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের লামার পাড়া মাঠে ইয়ং স্টার ফুটবল একাডেমীর আয়োজনে এই টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এসময় টুর্ণামেন্টের সমাপনী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্টি দলের প্রতিদ্বন্ধিতা করে পলখাদুং এলিভেন।

টান টান উত্তোজনাপূর্ণ সমাপনী খেলায় ৯০ মিনিটের খেলায় উভয় দল ড্র করায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে, আর ট্রাইব্রেকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্টি দল ৫-৪ গোলে পলখাদুং এলিভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।

এসময় খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোনের কিউ এম ক্যপ্টেন ফাহিম, বান্দরবান পৌরসভার সাবেক মেয়র সৌরভ দাশ শেখর, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা, সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিন উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলী যুবলীগ বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসিফ আকবর, উপজেলা আওয়ামীলীগের সদস্য উটিং টিং মার্মা, দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান জেলা শাখার সভাপতি অংচ মং মারমা, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় চৌধুরী, ইয়ং স্টার ফুটবল একাডেমীর কোচ ও সভাপতি বিপ্লব চৌধুরী।

খেলা শেষে বিজয়ী ও রার্নাস আপ দলের হাতে ট্রফি, মেডেল আর পুরস্কার তুলে দেন অতিথিরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions