সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের শূন্যরেখার ওপারে সকাল থেকে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে।
গত কয়েকদিন ধরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, এদিকে মিয়ানমারে গোলাগুলির বিকট শব্দে আতংক বিরাজ করছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। রবিবার সকাল থেকে গোলাগুলির পরিমান বেড়ে গেছে আর আতংকে অনেকে নিজ বাড়ী থেকে সরে অন্যত্র চলে যাচ্ছে।
এদিকে সকালে মিয়ানমার থেকে ছোরা গুলিতে তুমব্রু এলাকার ২জন বাংলাদেশী আহত হয় , আহতদের মধ্যে এক নারী ও একজন পুরুষ। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার এমএসএফ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
এদিকে গোলাগুলির ঘটনায় তুমব্রু এলাকার শুন্য রেখার পাশ্ববর্তী তুমব্রু, ঘুমধুম, বাইশফাড়ি, চাকমা পাড়া, উত্তর পাড়া, ভাজাবনিয়াসহ কয়েকটি পাড়ায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে সীমান্তের বর্তমান পরিস্থিতিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। তিনি আরো জানান, এই ঘটনায় আমরা সীমান্তের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি এবং সীমান্ত লাগোয়ো শিক্ষা প্রতিষ্টান বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।