বুধবার | ০৮ জানুয়ারী, ২০২৫

মিয়ানমার থেকে ছোড়া গুলি পড়ল অটোরিকশায়, সীমান্তে আতঙ্ক

প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০১:২৪ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৮:৩৫:৪৬  |  ৫২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে।

শনিবার (৩ ফেব্রæয়ারি) বিকেলে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এর মধ্যে বিকেলে পৌনে তিনটার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার উত্তরপাড়া এলাকায় একটি গুলি পড়ে। গুলিতে সিএনজিচালিত একটি অটোরিকশার গ্লাস ভেঙে গেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোলাগুলির ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটির চালক মো. আবু তাহের জানান, বিকাল ২টা ৪০মিনিটে তুমব্রু উত্তরপাড়া এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম, ওই সময় সীমান্তের ওপারে প্রচন্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। এর মধ্যে হঠাৎ একটি গুলি সিএনজিতে এসে পড়ে। বড় ধরনের ক্ষতি না হলেও গুলিতে সিএনজি অটোরিকশার সামনের গ্লাস ভেঙে যায় ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম। তিনি জানান, শনিবার বিকেলে আবারও মিয়ানমার সীমান্তে গোলাগুলির বিকট আওয়াজ শোনা যাচ্ছে। বিকেলে একজন সিএনজি ড্রাইভারের গাড়িতে গুলি এসে পড়েছে, এতে বড় ধরনের ক্ষতি না হলেও গাড়ির গ্লাসটি ভেঙে গেছে।

এদিকে ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, বিকেলে মিয়ানমারের অভ্যন্তরে সীমান্ত এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে, তাদের ছোড়া গুলিতে এদেশের একটি সিএনজি চালিত অটোরিক্সার গøাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল আরো জোরদার করা হয়েছে বলে জানান তিনি।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions