বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের

থানচির ৭টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০২৪ ০৮:০৪:২২ | আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ০৮:১৬:২০  |  ৫৮২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার ২টি ইউনিয়নের ৭টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

৪ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল থেকে বিভিন্ন দূর্গম কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো    হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, থানচি উপজেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ।

থানচি উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, এরই মধ্যে দুর্গম ইউনিয়নের ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার, ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে, এছাড়া অন্যান্য সব নির্বাচনী সরঞ্জাম ভোটের আগের দিন সব কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৪ প্লাটুন বিজিবি সদস্য ।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন জানান, বান্দরবানের থানচিতে ১৪টি ভোট   কেন্দ্রের মধ্যে দুর্গম ৭টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে, কালকের মধ্যেই এসব সরঞ্জাম পৌছানো হবে। তিনি আরো বলেন, থানচি উপজেলার একটি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠ, অংশগ্রহনমূলক ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions