রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন বীর বাহাদুর

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৩ ০৮:২৩:০২ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৩:১৫:২৪  |  ৫৭৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে নির্বাচনি গণসংযোগ ও পথসভা করেছেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি পুনরায় নৌকা প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করতে ঘুমধুম ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়বিল, বেতবুনিয়া বাজার, তুমব্রæ বাজার, বাইশফাঁড়ী ও রেজু পাড়া, ফাত্রাঝিরি এলাকায় গণসংযোগসহ পথসভায় যোগ দেন ৬ষ্ঠ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।

ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ আলী হোসাইন, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খালেদ সরওয়ার হারেজ, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর,সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলম সহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions