শান্তি চুক্তির বর্ষপূতি উপলক্ষে বান্দরবানে প্রীতি হ্যান্ডবল ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০২৩ ০৮:২০:৫৯
| আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২৭:১৫
|
৬৭৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। শান্তিচুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রীতি হ্যান্ডবল ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
০২ ডিসেম্বর (শনিবার) বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূতি উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই প্রীতি হ্যান্ডবল ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।
এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, সদস্য দিলীপ কুমার দে, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মেনী প্রæ, জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো.নাছির উদ্দিনসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রীতি ফুটবল ম্যাচে বান্দরবান সদর উপজেলা ফুটবল দলের সাথে পৌরসভা ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এসময় জমজমাট লড়াইয়ের মাধ্যমে গোলশুন্য খেলা শেষ হয়।
অন্যদিকে মহিলাদের প্রীতি হ্যান্ডবল ম্যাচে নীলাচল দল ৪-৩ গোলে মেঘলা দলকে পরাজিত করে।
শেষে ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন অতিথিরা।