শুক্রবার | ২০ সেপ্টেম্বর, ২০২৪
বান্দরবানের

নাইক্ষ্যছড়ির বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান, ৪লক্ষ টাকা জরিমানা

প্রকাশঃ ০৯ নভেম্বর, ২০২৩ ০৯:৫৮:১৩ | আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:২৫:৩২  |  ৪৬৭
 সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার নেতৃত্বে ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্নস্থনে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী বিভিন্ন ধারা লংঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করার দায়ে ২টি ইটভাটাকে (বিএইচ বি ব্রিকস,এ এস বি ব্রিকস)কে ২লক্ষ করে সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

 অপর দিকে আইন অমান্য করে পাহাড় কাটা ও নিষিদ্ধ এলাকায় ইট ভাটা গড়ে তোলার কারণে ২টি ইট ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক শাহ আলমসহ উপজেলা প্রশাসনের কর্মচারী এবং পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী জানান, বেআইনিভাবে গড়া উঠা প্রতিটি ইট ভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে ,আগামীতে ও এই অভিযান চলমান থাকবে।
বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions