শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন’র মতবিনিময় সভা

প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৪:১৬ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৭:৩৫  |  ৩৪৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন।

বুধবার সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাঁদের সংগঠনের নীতি আদর্শের কথা তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, আমরা দুর্নীতি স্বজনপ্রীতি বন্ধ করে  ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। সকল মানুষের জন্য কাজ করে চলার প্রত্যয় ব্যক্ত করে ইসলামি আন্দোলনের নেতারা সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা শাখা সভাপতি মাওলানা দেলোয়ার  হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আজিজী এবং আনোয়ার হোসেন হাফিজুর রহমান প্রমুখ।

মত বিনিময় সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ ক্লাবের নেতৃবৃন্দ ও পেশাজীবী  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions