সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গেল ভোর রাতে (বুধবার) খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনির এ ঘটনা ঘটে। নিহত মামুন খাগড়াছড়ি সদরের শালবন মধ্যপাড়ার মৃত নুরনবীর ছেলে।
মারধরের একপর্যায়ে মামুনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতালে নেয়ার আগে মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। মোটরসাইকেল চুরির ঘটনায় গণপিটুনির কথা বললেও এটিকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি এলাকাবাসীর।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, হাসপাতালে যখন আনা হয় তখন মৃত ছিল। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, মোটরসাইকেল চুরি সংক্রান্ত ঘটনা বলে শুনেছি। নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।