বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বিভিন্ন সময় হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল ও বিকাশে প্রতারিত হওয়া নগদ টাকা উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন- ২।
সোমবার (১৬ সেপ্টেম্বর)দুপুরে বান্দরবানের মেঘলা এপিবিএন ২ এর কার্যালয়ে হারিয়ে যাওয়া এসব মোবাইল ও টাকা মূল মালিকদের নিকট হস্তান্তর করেন এপিবিএন ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান। এসময় হারিয়ে যাওয়া ৭৪টি মোবাইল ফোন ও বিকাশে প্রতারিত হওয়া ৪ লক্ষ ১৬ হাজার ৫৭০ টাকা প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দেয়া হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক আল আমীন, অপারেশন শাখার ইনচার্জ এসআই বনিক এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ মো: পলাশ হোসেন।
এপিবিএন ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে এপিবিএন পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের চুরি যাওয়া মোবাইল ও বিকাশ, নগদে প্রতারিত হওয়া টাকা উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করে আসছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।