শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪
বান্দরবানের

রোয়াংছড়িতে গুলিবিদ্ধ ৩ জনের লাশ ময়না তদন্ত শেষে হস্তান্তর

প্রকাশঃ ০৯ মে, ২০২৩ ১১:৫০:৩১ | আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৭:২৭  |  ৫৯৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়া থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ ৩জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (০৯ মে) দুপুরে বান্দরবান সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে লাশগুলো হস্তান্তর করে পুলিশ।

এসময় পরিবারের কেউ না আসায় বম এসোসিয়েশনের নেতা লালজার বম লাশ গুলো গ্রহন করেন, পরে লাশগুলো রোয়াংছড়ি রোনিন পাড়ায় দাফন করা হয়।

পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম জানান,এই ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটলো তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, ০৮ মে (সোমবার) বিকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়ার পাহাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৩জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন লাল লিয়ান বম (৩২), সিমলিয়ান থাং বম (৩০) ও রোয়াংছড়ি ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নেমথাং বম (৪০)। তারা সবাই রোয়াংছড়ি উপজেলার রোনিন পাড়ার ক্ষুদ্র নৃগোষ্টির বম সম্প্রদায়ের বাসিন্দা। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দুই দলের গোলাগুলির ঘটনায় তারা নিহত হয়েছে বলে ধারনা করছে পুলিশ।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions