বুধবার | ০৮ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের

আলীকদমে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ৯০টি গরু আটক

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৩৩:৩৬ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৬:৫৪:২১  |  ৬০০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে নিয়ে আসা ৯০টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ সদস্যরা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২টি চোরাচালান বিরোধী অভিযানে আলীকদম উপজেলার দুর্গম বিভিন্ন এলাকা থেকে এসব বার্মিজ গরু আটক করা হয়। তবে এই ঘটনায় চোরাকারবারী কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত গরুগুলো সরকারি শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধভাবে এনে পাহাড়ী এলাকা দিয়ে দেশের বিভিন্নস্থানে পাচারের জন্য মজুদ রাখা হয়েছিল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১কোটি ২২লক্ষ টাকা হবে বলে জানায় বিজিবি।

আলীকদম ৫৭বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো.শহীদুল ইসলাম জানান, সম্প্রতি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে  আলীকদমের ৫৭বিজিবি  বেশ কিছু গবাদি পশু আটক করে,পরে এসব গরু নিলামের মাধ্যমে সেই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়। অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় চোরাচালান দমনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

প্রসঙ্গত: এর আগে গত ৬ফেব্রুয়ারি বান্দরবানের আলীকদমের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা ৩৭টি গরু উদ্ধার করে ,পরে সেই গরুগুলো নিলামের মাধ্যমে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions