খাগড়াছড়িতে অবৈধ ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা
প্রকাশঃ ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১:০৮
| আপডেটঃ ০৩ জানুয়ারী, ২০২৫ ০৯:৫৬:৪৩
|
৬১৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে জ্বালানী কাঠ পুড়িয়ে ইট ভাটা চালানোর দায়ে এক ভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শুক্রবার জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের মারমা পাড়া এলাকায় জি এণ্ড সন্স নামে ইট ভাটাকে এ অর্থদণ্ড দেয়া হয়। খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমান আদালতের সূত্রমতে, সদর উপজেলার কমলছড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটায় কাঠ পুড়িয়ে উৎপাদন চালানোর অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। কাঠ পুড়ানোর পাশাপাশি ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার নিষিদ্ধ হলেও তা উপেক্ষিত হয়েছে। খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা অবৈধ ইটভাটার মালিক।
সহকারী কমিশনার (ভূমি) মো.এরফান উদ্দিন জানান, ‘জ¦ালানি কাঠ ব্যবহারসহ ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ মোতাবেক জি এন্ড সন্সকে জরিমানা করা হয়। একই সাথে ভাটা মালিককে সর্তক করা হয়েছে । এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।