সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর ও ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড কর্তৃক দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় রাঙামাটিতে ১ম ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে ফ্রিল্যান্সিং কোর্স শুভ উদ্বোধন করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক(গ্রেড-১) ড.গাজী মোঃ সাইফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকসুদ জাহেদী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ শাহজাহান,রাঙামাটি জেলার ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর কো-অর্ডিনেটর নিরত বরন চাকমা,প্রশিক্ষক মোঃ মোবারক হোসেন ও মুন্না মন্ডল প্রমূখ।