রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

কাল থানচি সফরে যাচ্ছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

প্রকাশঃ ০৬ জানুয়ারী, ২০২৩ ০২:৪৭:২৪ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১২:৩৯:৪৮  |  ৫৬৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আগামীকাল শনিবার (০৭ জানুয়ারি) একদিনের সফরে বান্দরবানের থানচি উপজেলায় সফরে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সকালে থানচি পৌঁছে মন্ত্রী  হতদরিদ্র অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, কর্মসংস্থানের লক্ষে প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন বিতরণ করবেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মাল্টিপারপাশ (অডিটরিয়াম হল) হলে রাজনৈতিক, সামাজিক, সুশিল সমাজ, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য প্রদান করবেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর আগমনে থানচি বাজার, বাস স্টেশন, উপজেলা পরিষদসহ বিভিন্নস্থানে ব্যানার, ফেস্টুন দিয়ে সাজিয়েছে বিভিন্ন সংগঠন।

মন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী জানান, শনিবার (৭ জানুয়ারি) সকাল ৭টায় বান্দরবান বাসভবন থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি থানচি উপজেলায় রওনা দেবেন এবং থানচি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশ নিয়ে বিকেলে  বান্দরবানের উদ্যোশে রওনা দেবেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions