সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫

বান্দরবানের আলীকদম ৫৭ বিজিবির সংবাদ সম্মেলন

প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০২৩ ০৪:১৫:২৮ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ১২:৪৯:২২  |  ৬১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ষড়যন্ত্র করে বিজিবির অপারেশন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বান্দরবানের আলীকদম উপজেলার ৫৭বিজিবি অধিনায়ক লে:কর্ণেল শহীদুল ইসলাম। সীমান্তে চোরাচালান নির্মূলে আভিযানিক ও অপারেশন কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে চোরাকারবারী ও দুষ্কৃতিকারীরা বিজিবির বিরুদ্ধে একাধিক মামলা করেছে,এসব মামলা আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে। কোনভাবেই বিজিবির এই কার্যক্রম ব্যাহত করা যাবে না।

মঙ্গলবার (৩ জানুয়ারী ) সন্ধ্যায় বান্দরবানের আলীকদম উপজেলার ৫৭বিজিবির প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন আলীকদম উপজেলার ৫৭বিজিবি অধিনায়ক লে:কর্ণেল শহীদুল ইসলাম।

এসময় তিনি আরো বলেন, সম্প্রতি সময়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন দুর্গম সীমান্ত দিয়ে চোরাকারবারীরা মিয়ানমার থেকে অবৈধভাবে গবাদি পশু নিয়ে আসছে আর এরই প্রেক্ষিতে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে গত ৬মাসে ৮শত ৭টি গরু ও মহিষ আটক করেছে , যার মুল্য ৮কোটি ৬৩লক্ষ ৫০হাজার টাকা। তিনি আরো জানান, এসব গবাদি পশু পরবর্তীতে আইনগত পক্রিয়া শেষে নিলাম দিয়ে সেই অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে, আর এই পর্যন্ত এই বিষয়ে আলীকদম থানায় ২টি, কাষ্টমস কর্তৃপক্ষের মাধ্যমে কয়েকটি মামলা দায়ের করেছে বিজিবি, সেই সঙ্গে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল মো:শহীদুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করায় স্থানীয় প্রশাসন, সাংবাদিকসহ সচেতন নাগরিকদের ধন্যবাদ জানান। পারষ্পারিক এই সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুষ্কৃতিকারী ও চোরাকারবারী সহজেই নিমূল হবে বলে মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions