সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন পাড়ায় হামলা চালিয়ে লুটপাট,সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
পাড়াবাসীদের অভিযোগ, ট্রাকভর্তি শতাধিক লোকজন এসে গ্রামবাসীদের উপর হামলা চালায়। ২জানুয়ারী (সোমবার) ভোর রাতে এই ঘটনা ঘটে।
হামলাকারীদের মধ্যে কেউ কেউ বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পাড়াবাসীর অনেকে প্রাণভয়ে পালিয়ে রক্ষা পায়, তাদের উচ্ছেদ করে জমি দখলের জন্য এ কাজ করেছে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজের লোকজন এমন দাবি পাড়াবাসীদের।
সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার হেডম্যান জোহান ত্রিপুরা বলেন, গভীর রাতে ১০-১৫ জন মুখোশধারি সন্ত্রাসী রেয়াংপাড়ায় গিয়ে প্রথমে কামরুম ম্রো, চিং চং ম্রো ও রেঙ ইয়াং ম্রো এর ঘরে আগুন লাগিয়ে দেয়ার পাশাপাশি আরও ১০টি বসতঘর ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়।
কারবারি আরো বলেন, রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পাড়াবাসীর চিৎকারে ঘর থেকে বেরিয়ে দেখি কয়েকটি ঘরে আগুন জ্বলছে। পরিবারের সবাইকে নিয়ে তখন আমরা বাড়ির পাশের ঝোপে লুকিয়ে থাকি, হামলাকরীরা অনেক কিছু লুট করে নিয়ে গেছে বলে জানান তিনি।
পাড়াবাসীরা জানান, পাড়ার বেশির ভাগ মানুষ জুমচাষ, বাগানে কাজ ও দিনমজুরি করে , তাদের চাষকৃত জমিগুলো দখলের জন্য কয়েক বছর ধরে চেষ্টা করছে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজ।
এদিকে অভিযোগ অস্বীকার করে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজ এর ব্যবস্থাপনা সদস্য মো: আব্দুল মালেক জানান, ম্রোদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ আছে সত্য, কিন্তু গভীর রাতে আমাদের পক্ষে ঘটনাস্থলে যাওয়ার কথা দূরে থাক, আমরা দিনের বেলায় পর্যন্ত সেখানে কম যাতায়াত করি। তিনি আরও বলেন, হঠাৎ কিছুদিন থেকে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের কিছু লোক লামা রাবার ইন্ড্রাস্ট্রিজ এর সৃজিত বাগানের নানা প্রজাতির বৃক্ষ নিধন করে বসতি নির্মাণ করছিলেন। আমরা এই বিষয়ে লামা থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ তাদেরকে বাগানের গাছ কেটে বসতি নির্মাণ করতে বাধা দেন। একারনে হয়তো তারা নিজেরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজকে ফাঁসাতে চেষ্টা করছেন। তিনি বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবিও জানান।
এদিকে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পাড়ার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ও লুটপাটের বিষয়টি ম্রো সম্প্রদায়ের লোকজন আমাদের জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:মোস্তফা জামাল জানান, লামা রাবার ইন্ড্রাস্ট্রিজের সাথে সরই ইউনিয়নের রেংয়েন পাড়ার ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে, আর এই বিষয়ে প্রশাসন অবগত রয়েছে এবং আমরা তাদের উভয় পক্ষকে নিয়ে ৫০ বারের মত সমাধানের জন্য বৈঠক করেছি । তিনি আরো জানান, আমরা বিভিন্ন সময় বিভিন্নস্থানে বৈঠক করে উভয় পক্ষকে সমাধান দিতে চাইলে ও সমাধান হয়নি,তবে আমরা আশাকরি দ্রুত সময়ে এই বিষয়টি সমাধান হবে।
প্রসঙ্গত: ২০২২ সালের ২৬এপ্রিল বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লাংকমপাড়া, রেংয়েনপাড়া ও জয় চন্দ্রপাড়ার চারিদিকে আগুন লেগে পুড়ে যায় প্রায় ৩০০একর জুমক্ষেত আর এরপর থেকে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজ এর সাথে ৩পাড়ার বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চরমে পর্যায়ে পৌঁছায়।