পাহাড়ে লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে অ্যাফাসার পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের সিদ্ধান্তে নিন্দা পিসিপি ও এইচডব্লিউএফর বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত, চমেক প্রেরণ বান্দরবানে অনুদানের চেক বিতরণ করলো জেলা প্রশাসক কমিটি প্রতিবেদন দেয়ার পর রামগড় স্থলবন্দরেরর বিষয়ে সিদ্ধান্ত: এম শাখাওয়াত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ইয়াং টাইগার্স অ-১৪ বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামকে হারিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন ও পরবর্তী সেমিফাইনালে উঠেছে খাগড়াছড়ির ক্রিকেট দল । শুক্রবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা অ-১৪ দলের মুখোমুখি হয় খাগড়াছড়ি জেলা অ-১৪ ক্রিকেট দল।
টসে জিতে চট্টগ্রাম দলের ৯৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৪ উইকেট জয় তুলে নিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ি অ-১৪ ক্রিকেট দল। এর আগে খাগড়াছড়ি জেলা দল নিজেদের ২য় ম্যাচে কুমিল্লাকে হারায়।
গ্রুপ পর্বে ৩ ম্যাচে খাগড়াছড়ি জেলা দলের সর্বোচ্চ স্কোরার কাউসার আহমেদ ১২৫ রান এবং সর্বোচ্চ উইকেট পান আবদুল্লাহ আল নোমান (১২) এবং মনন চাকমা (১১)। আগামী ২ জানুয়ারী সেমিফাইনালে চট্টগ্রামের মহিলা কমপ্লেক্সে মাঠে কক্সবাজার জেলার সাথে মুখোমুখি হবে খাগড়াছড়ি অ-১৪ জেলা ক্রিকেট দল। খাগড়াছড়ি দলের কোচের দায়িত্বে আছেন মুজাহিদ বাবু। টিম ম্যানেজার কংক দেওয়ান ও সহকারী কোচ উষাপ্রু মারমা মিলন।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রিকেটের মান্নোয়নে খেলোয়াড়দের জন্য অনুশীলনসহ বিভিন্ন টুর্নামেন্ট করা হয়েছে। ভবিষ্যতে পৃষ্টপোষকতা পেলে এই ধারা অব্যাহত রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।