সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিধিনিষেধ আরোপ করেছে বান্দরবান জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৩০ ডিসেম্বর ২০২২ বিকাল ৪টা থেকে ১জানুয়ারী সকাল ১০ ঘটিকা পর্যন্ত বৈধ আগোয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন করা যাবে না।
থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ভুভুজেলা বাঁশি বাজানো, পটকা ফোটানো বা আতশবাজি করা থেকে বিরত থাকতে হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বার ও মদের দোকান বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর রাস্তা ও উন্মুক্ত স্থানে কনসার্ট, নাচ-গানের অনুষ্ঠান, উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে।
এছাড়া গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে ২৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ চেক পোস্ট থাকবে।
এছাড়া নির্দেশনা লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।