সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিয়াংক্ষ্যাং পাড়ায় মদ্যপ অবস্থায় তর্কের এক পর্যায়ে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে, মৃত ব্যক্তির নাম উসানু মারমা (৩২)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বান্দরবানের নিয়াংক্ষ্যাং পাড়ায় এই হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হয়।
পাড়াবাসীর সূত্রে জানা যায়, বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে রুমা উপজেলার দুর্গম নিয়াক্ষ্যং পাড়ার কাছে আবুল কাসেম (৫৫) নামে এক গরু ব্যবসায়ী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। পরে তার লাশটি পাহাড়া দিতে পাড়াবাসীর সাথে সারারাত উসানু মারমা ও অংসাইচিং মারমা নামে দুজন একত্রে অবস্থান করছিল।
এদিকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে মৃত আবুল কাসেম এর বাড়ি চট্টগ্রামে তার লাশ নিয়ে যাওয়ার পর সেখানে মদ্যপান অবস্থায় উসানু মারমা ও অংসাইচিং মারমা এর মধ্যে মদপান নিয়ে তর্ক শুরু হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি হলে অংসাইংচিং মারমা সড়কের পাশে থাকা একটি ইট দিয়ে উসানু মারমার মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর জানান, ঘটনাস্থল থেকে মৃত উসানু মারমা এর লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং ঘটনায় জড়িত আসামী অংসাইচিং মারমাকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।