বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

বান্দরবানের আলীকদমে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২২ ০৯:৪২:৩০ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০১:৩১:১৩  |  ৬২৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদম উপজেলার দুইটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় ওয়াইবট ম্রো (৪৫ ) নামে এক যুবককে আলীকদমের আমতলী পূর্বপালং পাড়া থেকে ১৩৯০টি ইয়াবাসহ  এবং  ইয়াং ওয়াই ম্রো (৩০) নামে আরেক যুবককে আলী বাজার এলাকা থেকে ৯২৫ গ্রাম গাঁজাসহ আটক করে আলীকদম জোন ৩১ বীরের সেনা সদস্যরা।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে আলীকদমের আমতলী এলাকা ও আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সূত্রে জানা যায়, দুই মাদক ব্যবসায়ী পাচারের উদ্দেশ্য ইয়াবা ও গাঁজা নিয়ে আমতলী ও আলী বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকা গুলোতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় অভিযানে ওয়াইবট ম্রো এর কাছ থেকে ১৩৯০ টি ইয়াবা এবং ইয়াং ওয়াই ম্রো এর কাছ থেকে ৯২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে বিকাল সাড়ে তিনটায় মাদকসহ আটককৃতদের আলীকদম পুলিশের কাছে হস্তান্তর করে আলীকদম জোন।

আলীকদম থানার (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, দুই মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions