উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ২০২৪-২০২৫ অর্থ বছরে ২য় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১৫ ইটভাটায় অভিযান, সাড়ে ৮ লাখ টাকা অর্থদণ্ড বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবানে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে । বৃহস্পতিবার বিকালে শহরের রাজার মাঠে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে এই কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন,মোঃ কামরুজ্জামান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ছরোয়ার, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় লামা উপজেলা কোয়ান্টাম ফাউন্ডেশন দল বনাম নাইক্ষ্যংছড়ি উপজেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০৬-৪২ পয়েন্ট পেয়ে লামার কোয়ান্টাম ফাউন্ডেশন দল নাইক্ষ্যংছড়ি দলকে পরাজিত করে। অপর খেলায় সদর উপজেলা কাবাডি দল বনাম আলীকদম উপজেলা কাবাডি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১২-৫০ পয়েন্টে আলীকদম কাবাডি দলকে হারিয়ে সদর উপজেলা কাবাডি দল বিজয়ী হয়।
এবারের খেলায় জেলার ৭টি উপজেলার ৮ টি দল অংশ নিচ্ছে ।