রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪
বান্দরবানে

পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১: বিজিবি’র ৮সদস্য আহত

প্রকাশঃ ০১ এপ্রিল, ২০১৮ ০৭:৪৮:৩৭ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ১২:৪২:১২  |  ৮৫৮

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সদরের বালাঘাটার বেতার কেন্দ্র এলাকায় বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  উ মং হ্লা (২০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা আরো দুই মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হয়।
শনিবার বিকেলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এদিকে আহত দুইজনকে উদ্বার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অপর দিকে বান্দরবান সদরের লাইমী পাড়া এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) একটি ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে আটজন বিজিবি সদস্য আহত হয়।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা  তাদের  উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে দূর্ঘটনার পরপরই খবর পেয়ে বান্দরবান সদর হাসপাতালে নিহত ও আহতদের দেখতে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক মো. আসলাম হোসেন,পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার,সিভিল সার্জন ডা.:অং সুই প্রু মার্মাসহ প্রশাসনের উর্ধতন কর্মর্কর্তারা এসময় উপস্থিত ছিলেন।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions