বুধবার | ২২ জানুয়ারী, ২০২৫

রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৫:৩২:৫৪ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ১০:৩৬:১৫  |  ১৭৭

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার আয়োজনে আজ ২১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর আড়াইটায় মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে রাবিপ্রবি'র প্রথম ভাইস চ্যান্সেলরপ্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষাবৃত্তি” নামে একটি বৃত্তি চালু করার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন রাবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডিন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান  মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসাঃ হাবিবা, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার  মাহবুব আরা এবং ড. প্রদানেন্দু বিকাশ চাকমার বড় ভাই অঙ্গনা রঞ্জন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষাবৃত্তি চালুর ব্যাপারে খসড়া নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলে এ শিক্ষা বৃত্তিটি চালু করার ব্যাপারে দ্রুত চালু করার জন্য মতামত ব্যক্ত করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions