সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. আতিয়ার রহমান আজ মঙ্গলবার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় উপাচার্য এ বিশ্ববিদ্যালয়কে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কৌশলগত কর্মপন্থার বিভিন্ন দিক তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধানসহ বিশ্ববিদ্যালয়কে উন্নতি ও দেশে বিদেশে সুনাম ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্য উপস্হিত ছিলেন প্রক্টর সাদ্দাম হোসেন,পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুর গওফুর, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ড. সুপ্রিয় চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
এসময় সাংবাদিকরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের একটি সেরা ও পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য বিভিন্ন প্রন্তাবনা তুলে ধরেন।
গাংবাদিকদের মধ্যে দৈনিক গিরিদর্পনের সম্পাদক একেএম মকছুদ আহম্মদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার উল হক, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল বছরের ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সেলিনা আক্তার এবং উপ-উপাচার্য ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। প্রায় পাচ মাস উপচার্য পদ দুটি খালি ছিল। গেল ৬ জানুয়ারি শিক্ষাথীদের দাবীর মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।